মানুষের জানার আগ্রহের কোনো শেষ নেই। তথ্যপ্রযুক্তির রদবদলের এই যুগে নিজেকে মানিয়ে নিতে চাই অবাধ জ্ঞানচর্চা। আপনাদের অজানাকে জানার পথে সাথী হতে চাই আমরাও। আপনাদের অজানা জগতের জ্ঞানতৃষ্ণাকে কিছুটা হলেও মেটা চায় জ্ঞানী বাবা!
জ্ঞানী বাবা! আসলে কী?
একদম সহজ কথায় বললে, জ্ঞানী বাবা! একক ব্যক্তিচালিত বাংলাদেশ থেকে পরিচালিত বাংলা ভাষাভাষীদের তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য করার উদ্দেশ্যে নির্মিত একটি ব্লগ সাইট। তবে ব্যাঙের ছাতার ন্যায় গড়ে ওঠা অন্য অনেক বাংলা ব্লগের সাথে আমাদেরকে গুলিয়ে ফেললে নেহাত ভুল হবে।
আজকাল দেখা যায়, বাংলা ভাষায় প্রতিদিনই শত শত ব্লগ/আর্টিকেল সাইট নির্মিত হচ্ছে। কিন্তু এগুলোর প্রতিটিই কি পাঠককে যথাযথ তথ্য সরবরাহ করে সাহায্য করতে পারছে? সমীক্ষা চালালে হয়ত দেখা যাবে বংলা ভাষায় প্রচারিত এসব বেশিরভাগ ব্লগই মানহীন/নিম্নমানের কন্টেন্ট দিচ্ছে পাঠকগণকে। ফলে দেখা যায় অনেক সময় পাঠকের মনে কোনো বিষয়ে তৈরি হচ্ছে ভুল ধারণা। এদিক থেকেই আলাদা স্বতন্ত্র অবস্থান তৈরী করতে চায় জ্ঞানী বাবা!
আমরা কী চাই?
পাঠককে সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন ও তা বজায় রাখাই আমাদের প্রথম ও প্রধান চাওয়া। আমরা চাই, ইন্টারনেটে বাংলা ভাষার তথ্যসম্ভারকে কিছুটা হলেও সমৃদ্ধ করতে। তা সেটা যত ছোট অবদানের মাধ্যমেই হোক না কেন। বেশ কিছু বস্তা পচা কন্টেন্ট আর এসইও’র নামে কীওয়ার্ড স্টাফিং করে কেবল ভিজিটর বাড়ানো কখনোই আমাদের উদ্দেশ্য নয়।
আমাদের সাথে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
