জেনে নিন যানবাহন ও গাড়িতে উঠার দোয়া

আমরা প্রতিদিনই বিভিন্ন যানবাহনে চলাচল করি। হোক সেটা গাড়ি, বাস, ট্রেন, নৌকা কিংবা বিমান। বর্তমানে যানবাহনে ভ্রমণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে পড়েছে। তবে আমরা যারা মুসলিম তাদের সবসময় যানবাহন ও গাড়িতে উঠার দোয়া পড়েই ভ্রমণ শুরু করা উচিত। ইসলাম আমাদের শিখিয়েছে, যেকোনো কাজ শুরু করার আগে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে কাজটি শুরু করা। ঠিক তেমনিভাবে, গাড়িতে উঠার দোয়া বা যাতায়াতের দোয়া পাঠ করার মাধ্যমেই প্রত্যেক মুসলিমকে যেকণো ভ্রমণ শুরু করা উচিত।
জ্ঞানী বাবা’র আজকের আর্টিকেলে আপনারা গাড়িতে উঠার দোয়া, নৌকায় উঠার দোয়া থেকে শুরু করে বিমানে উঠার দোয়া এমনকি যানবাহন থেকে নামার দোয়াও জানতে পারবেন। তাহলে চলুন, শুরু করা যাক!!
সূচীপত্রঃ
গাড়িতে উঠার দোয়া
যেকোন সফর বা ভ্রমণের শুরুতে গাড়িতে উঠার দোয়া পড়া সুন্নাহ। রাসূল (সা.) যখন গাড়ি বা উটসহ যেকোনো বাহনে আরোহন করতেন, তখন একটি দোয়া পড়তেন। এই দোয়াটি পড়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে সফরের সময় নিরাপত্তা এবং সঠিক গন্তব্যে পৌঁছানোর তওফিক কামনা করা হয়।
আরও পড়ুনঃ কম্পিউটার ভাইরাস কি? জেনে নিন ভয়ঙ্কর ১০ টি কম্পিউটার ভাইরাসের নাম
গাড়িতে উঠার দোয়া আরবিঃ
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ
বাংলা উচ্চারণঃ
“সুবহানাল্লাযি সাখ্খারালানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন।”
বাংলা অর্থঃ
“পবিত্র মহান আল্লাহ, যিনি আমাদের জন্য এ বাহনকে বশীভূত করেছেন, অথচ আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর অবশ্যই আমরা আমাদের প্রভুর কাছেই প্রত্যাবর্তনকারী।” (সহিহ মুসলিম, হাদিস : ১৩৪২)
গাড়িতে ভ্রমণের দোয়া
প্রতিদিন গাড়িতে ভ্রমণ করার সময় আমরা অনেকেই তাড়াহুড়া করি এবং গাড়িতে ভ্রমণ করার দোয়া পড়তে ভুলে যাই। কিন্তু ইসলাম অনুসারে আমাদের জীবন যাপন পরিচালনা করা উচিত প্রতিটি মূহুর্তেই।
ভ্রমণের শুরুতে এই দোয়াটি পড়া উত্তম:بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّ
বাংলা উচ্চারণঃ
“বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়া লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।”
বাংলা অর্থঃ
“আমি আল্লাহর নামে যাত্রা শুরু করছি। আমি আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই।” (সহিহ মুসলিম, হাদিস : ১৩৪২)
যাতায়াতের সময় দোয়ার গুরুত্ব
ইসলামে যেকোনো কাজ শুরুর আগে আল্লাহর সাহায্য চাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। ঠিক তেমনি, যাতায়াতের সময় যাতায়াতের দোয়া পড়াও উল্লেখযোগ্য একটি সুন্নতি অভ্যাস। রাসূলুল্লাহ (সা.) যেকোনো যাত্রা শুরুর আগে এবং শেষে আল্লাহর কাছে সাহায্য ও নিরাপদে পৌঁছানোর দোয়া করতেন। যাতায়াতের সময়ের শুধু বাহনে উঠার সময় নয়, বরং যেকোনো রকমের সফরের জন্যি একই বিষয় প্রযোজ্য।
যাতায়াতের সময়ের জিকির
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
বাংলা উচ্চারণঃ
“সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।”
বাংলা অর্থঃ
“আল্লাহ পবিত্র ও মহাপরাক্রমশালী, আমি সুমহান রবের প্রশংসা করছি।”
বিমানে উঠার দোয়া
আজকের যুগে আকাশপথে ভ্রমণ বা বিমানে চড়া খুবই সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। কিন্তু এই বিমান সফরকে নিরাপদ, ও বরকতময় করার জন্য বিমানে উঠার দোয়া পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূল (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন, যেকোনো যানবাহনে উঠার সময় আল্লাহর জিকির ও দোয়া করতে। আকাশপথের সফর বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সফর অনেক দূরের এবং কখনও কখনও ঝুঁকিপূর্ণও হতে পারে।
বিমানে উঠার সুন্নাহ দোয়া
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ
বাংলা উচ্চারণঃ
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযি সাখ্খারালানা হাযা, ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনক্বালিবুন।”
বাংলা অর্থঃ
“আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। পবিত্র সেই মহান আল্লাহ, যিনি আমাদের জন্য এই বাহনকে বশীভূত করেছেন। আমরা একে নিজেরা বশীভূত করতে পারতাম না। আর অবশ্যই আমরা আমাদের প্রভুর কাছেই ফিরে যাব।” (আবু দাউদ, হাদিস ১৬৯২)
নৌকায় উঠার দোয়া

নদীমাতৃক দেশে নৌকায় বা জলযানে ভ্রমণ আমাদের কাছে খুবই সাধারণ একটি বিষয়।প্রত্যেক মুসলিমকেই নৌকায় উঠার দোয়া পড়ে আল্লাহর ওপর ভরসা রেখেি যাত্রা শুরু করা উচিত। বিশেষ করে জলপথে দুর্ঘটনা বা ঝুঁকির সম্ভাবনা বেশি থাকায় নিরাপদ সফরের জন্য এই দোয়া পড়ে আল্লাহর সাহায্য ও নিরাপদে পৌঁছার তওফিক কামনা করা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল।
নৌকায় উঠার সুন্নাহ দোয়া
بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ
বাংলা উচ্চারণঃ
“বিসমিল্লাহি মজরাহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লা গফুরুর রাহিম।”বাংলা অর্থঃ
“আল্লাহর নামেি এর রওনা ও থামা। নিশ্চয়ই আমার রব পরম ক্ষমাশীল, দয়ালু।” সুরা হুদ (১১:৪১)
এই দোয়াটি মূলত হযরত নূহ (আ.) এর দোয়া। এই দোয়াটি তিনি নৌকায় ওঠার সময় পড়েছিলেন। নৌকায় উঠার আগে ও ভ্রমণের সময় এই দোয়া পড়লে জলপথের বিপদ-আপদ মহান আল্লাহ তায়ালা আমাদের রক্ষা করবেন।
নিরাপদ সফরের দোয়া
সফর বা যাত্রা জীবনের একটি স্বাভাবিক অংশ হলেও এতে সবসময় ঝুঁকি থাকে। তাই নিরাপদ সফরের দোয়া পাঠ করা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ (সা.) সফরের শুরুতে ও শেষেও দোয়া পড়তেন এবং তাঁর উম্মতদের তা পালন করতে বলেছেন। এতে সফরের সবধরনের বিপদ থেকে হেফাজত এবং বরকত অর্জিত হয়।
নিরাপদ সফরের দোয়া আরবি
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ، وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
বাংলা উচ্চারণঃ
“আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাজা আল-বির্রা ওয়াত তাকওয়া, ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাওউইন আলাইনা সাফারানা হাজা ওয়াতওয়া আন্না বু’দাহু, আল্লাহুম্মা আনতা সসাহিবু ফিস্সাফার, ওয়াল খলিফাতু ফিল আহলি, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ওয়া’সা-ইস সাফার, ওয়া কা’আবাতিল মানযার, ওয়া সু-ইল মুনক্বালাবি ফিল মালি ওয়াল আহলি।”
বাংলা অর্থঃ
“হে আল্লাহ! আমরা আপনার নিকট এই সফরে পূণ্য ও তাকওয়া এবং এমন কাজের তাওফিক চাই যা আপনি পছন্দ করেন। হে আল্লাহ! আমাদের এই সফরকে সহজ করে দিন এবং দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ! আপনিই সফরের সঙ্গী এবং পরিবারে আমাদের প্রতিনিধি। হে আল্লাহ! আমরা আপনার নিকট সফরের কষ্ট, মানসিক কষ্ট এবং মাল ও পরিবারে অকল্যাণ থেকে আশ্রয় চাই।” (সহিহ মুসলিম, হাদিস ১৩৪১)
যানবাহন থেকে নামার দোয়া:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَلَّمَنِي وَقَوَانِي وَبَلَّغَنِي
বাংলা উচ্চারণঃ
“আলহামদুলিল্লাহিল্লাযী সাল্লামানী ওয়া কাওয়ানী ওয়া বাল্লাগানী।”
বাংলা অর্থঃ
“সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে নিরাপদ রাখলেন, শক্তি দিলেন এবং গন্তব্যে পৌঁছে দিলেন।” (সুনান আবু দাউদ, হাদিস ২৫৯৬)
শেষ কথা
পরিশেষে আশা করি পাঠক জ্ঞানী বাবা!’র আজকের এই ব্লগ পোস্টটি থেকে গাড়িতে উঠার দোয়া, যানবাহনে উঠার দোয়া, বিমানে উঠার দোয়া, নৌকায় উঠার দোয়া সহ প্রাসঙ্গিক যাবতীয় সকল দোয়া জানতে পেরেছেন। যদি আজকের আর্টিকেলটি আপনার কাছে উপকারি মনে হয়ে থাকে তাহলে অনুরোধ করব এই ব্লগটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আর কেমন লেগেছে আজকের এই ব্লগ পোস্ট টি তা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে আমাদের অনুপ্রাণিত করতে ভুলবেন না কিন্তু!!!