রাশিয়ার আয়তন কত? রাশিয়া বাংলাদেশ থেকে কত গুণ বড়?

আমরা সবাই রাশিয়াকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হিসেবে জানলেও রাশিয়ার আয়তন কত ? রাশিয়ার জনসংখ্যা মোট কত কোটি কিংবা বাংলাদেশ থেকে রাশিয়া কত গুণ বড় ? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের অনেকেরই অজানা। রাশিয়া তার বিশাল আয়তন ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পুরো বিশ্বজুড়েই ব্যপক আলোচিত হয়ে আসছে বহু আগ থেকেই। রাশিয়া শুধুমাত্র তার আয়তনেই বড় নয় বরঞ্চ রাশিয়া তার ইতিহাস, প্রাকৃতিক সম্পদ এবং আন্তর্জাতিক প্রভাবের দিক থেকে অত্যন্ত শক্তিশালী। বিশ্বের অন্যতম শক্তিশালী পরাশক্তি হওয়ায় রাশিয়ার সামরিক ক্ষমতা এবং অর্থনৈতিক গুরুত্বও উল্লেখযোগ্য। জ্ঞানী বাবা!’র আজকের আর্টিকেলে রাশিয়ার আয়তন কত , রাশিয়ার জনসংখ্যা মোট কত কোটি থেকে শুরু করে বাংলাদেশ থেকে রাশিয়া কত গুণ বড় ? এই সকল প্রশ্নের উত্তর সহ রাশিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো চলুন, শুরু করা যাক!!!
সূচীপত্রঃ
রাশিয়া ও ইউক্রেন কোন মহাদেশে অবস্থিত ?
ভৌগলিকভাবে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই ইউরোপ ও এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। রাশিয়ার পুরো ভূখণ্ডের পশ্চিম অংশ ইউরোপে এবং পূর্ব অংশ এশিয়াতে অবস্থিত। রাশিয়ার উরাল পর্বতমালা ভৌগলিকভাবে ইউরোপ এবং এশিয়া মহাদেশকে বিভক্ত করেছে। রাশিয়া ইউরেশিয়া মহাদেশেরও বৃহত্তম দেশ। অন্যদিকে, ইউক্রেন সম্পূর্ণরূপে ইউরোপ মহাদেশে অবস্থিত। পূর্ব ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি হওয়ার কারণে ইউক্রেন ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া, এবং হাঙ্গেরি, উত্তরে বেলারুশ, পূর্বে রাশিয়া অবস্থিত। ভূ-রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাশিয়া ও ইউক্রেনের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাশিয়ার প্রদেশ কয়টি ? রাশিয়ার আয়তন কত
রাশিয়াতে প্রশাসনিকভাবে ৮৫টি প্রদেশ রয়েছে। এই প্রদেশগুলোকে সাধারণত ফেডারেল সাবজেক্ট বলা হয়। । রাশিয়ার প্রদেশগুলোর মধ্যে মোট ২২টি প্রজাতন্ত্র, ৯টি ক্রাই (প্রান্তিক অঞ্চল), ৪৬টি ওব্লাস্ট (প্রদেশ), ৩টি ফেডারেল শহর (মস্কো, সেন্ট পিটার্সবার্গ, এবং সেভাস্তোপল), ১টি স্বায়ত্তশাসিত ওব্লাস্ট এবং ২টি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে। প্রজাতন্ত্রগুলি মূলত জাতিগোষ্ঠীগুলির ভিত্তিতে গঠিত এমনকি প্রজাতন্ত্রগুলোর নিজস্ব সংবিধান ও সরকারও রয়েছে। কিন্তু তাদের নিজস্ব কোনো সার্বভৌমত্ব নেই ফলে প্রজাতন্ত্রগুলো রাশিয়ার ফেডারেল কাঠামোর অধীনে পরিচালিত হয়। ক্রাই এবং ওব্লাস্ট গুলোকে মূলত ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে বিভক্ত করা হয়েছে। ওব্লাস্ট গুলো রাশিয়ার কেন্দ্রীয় সরকারের অধীনেই পরিচালিত হয়। তিনটি ফেডারেল শহরের মধ্যে মস্কো রাশিয়ার রাজধানী একইসাথে সবচেয়ে বড় শহর। আবার সেন্ট পিটার্সবার্গ দেশটির সাংস্কৃতিক কেন্দ্র হিসবে এবং সেভাস্তোপল কৃষ্ণ সাগরের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে বেশ পরিচিত।
আরও পড়ুনঃ জেনে নিন সেরা ১০ টি কিডনি ভালো রাখার উপায়
রাশিয়ার মানচিত্র; রাশিয়ার আয়তন কত?
যেহেতু আয়তনে রাশিয়াই পৃথিবীর সবচেয়ে বড় দেশ স্বাভাবিকভাবেই রাশিয়ার মানচিত্র পৃথিবীর বৃহত্তম ভৌগোলিক এলাকা হিসেবে বিবেচিত। রাশিয়া ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের সুবিস্তৃত অঞ্চলজুড়ে অবস্থিত। এর পশ্চিম সীমান্ত ইউরোপীয় দেশগুলি যেমন নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এবং পোল্যান্ডের মতো দেশের সঙ্গে সংযুক্ত। আবার পূর্ব দিকে পূর্ব দিকে রাশিয়ার সীমান্ত প্রশান্ত মহাসাগর অব্দি বিস্তৃত। অন্যদিকে রাশিয়ার উত্তরে আছে বরফাচ্ছন্ন আর্কটিক মহাসাগর আর দক্ষিণে চীন, মঙ্গোলিয়া এবং কাজাখস্তানের সীমানা। উরাল পর্বতমালা রাশিয়ার ইউরোপীয় এবং এশীয় অংশকে ভৌগলিকভাবে বিভক্ত করেছে।

রাশিয়ার আয়তন কত ?
রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ। রাশিয়ার মোট আয়তন প্রায় ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ২৪২ বর্গকিলোমিটার। রাশিয়া একাই পৃথিবীর মোট ভূমির প্রায় ৮ ভাগের ১ ভাগ অংশ জুড়ে বিস্তৃত। এমনকি আয়তনে ২য় বৃহত্তম দেশ কানাডার চেয়েও রাশিয়ার আয়তন প্রায় দ্বিগুণ। রাশিয়াতে মোট ১১টি ভিন্ন ভিন্ন টাইম জোন রয়েছে। বিশ্বের খুব কম সংখ্যক দেশেই এতগুলো ভিন্ন টাইম জোন রয়েছে রাশিয়ার মতো। রাশিয়া দেশটির ভৌগোলিক আকার এতটাই বিশাল যে এর পূর্ব প্রান্তে থাকা শহর গুলোতে সূর্যোদয় হলেও পশ্চিম প্রান্তের শহর গ্যলোতে তখনও রাত থাকে। এত বড় আয়তনের কারণে রাশিয়ার জলবায়ু বৈচিত্র্যও অনেক অদ্ভুদ; উত্তর মেরু অঞ্চলে তীব্র শীতল জলবায়ু আবার দক্ষিণে কিছুটা উষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। রাশিয়ার এই সুবিশাল ভৌগোলিক আয়তন রাশিয়াকে প্রাকৃতিক সম্পদে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশ করেছে। বিশেষ করে রাসিয়া অঢেল পরিমাণে থাকা তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং খনিজ পদার্থের জন্য!
আরও পড়ুনঃ কত ডিগ্রি জ্বর হলে মানুষ মারা যায় ?
রাশিয়ার মোট জনসংখ্যা কত কোটি ?
আয়তনে রাশিয়া পৃথিবির বৃহত্তম দেশ হলেও, বিশ্বের নবম জনবহুল দেশ রাশিয়া, বর্তমানে রাশিয়ার মোট জনসংখ্য ১৪ কোটি ৩৫ লাখ প্রায় (১৪৩.৫ মিলিয়ন)। তবে, তবে সাম্প্রতিককালে রাশিয়ার জনসংখ্যা বছরকে বছর ক্রমাগত হ্রাস পাচ্ছে। এমন জনসংখ্যা হ্রাসের প্রধান কারণ অতি নিম্ন জন্মহার এবং তুলনামূলক উচ্চ মৃত্যুহার। তাছাড়া, অভিবাসনের হ্রাস এবং তরুণ প্রজন্মের মধ্যে বিদেশে কাজের প্রবণতাও জনসংখ্যা হ্রাসের অন্যতম গুরুত্বপুর্ণ একটি কারণ। রাশিয়ার মোট জনসংখ্যার বেশিরভাগই ইউরোপীয় অংশে বসবাস করে, আলাদা করে বললে মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং অন্যান্য বড় ও সমৃদ্ধ শহরগুলিতে বেশি মানুষ বসবাস করে। মস্কো শহরটি প্রায় ১ কোটি ২৫ লাখ জনসংখ্যা নিয়ে ইউরোপের সবচেয়ে জনবহুল মহানগরী হিসেবে জায়গা করে নিয়েছে। রাশিয়ার জনগণের গড় আয়ু পুরুষদের ক্ষেত্রে প্রায় ৬৮ বছর এবং নারীদের ক্ষেত্রে প্রায় ৭৮ বছর। এছাড়া রাশিয়ার মোট জনসংখ্যাতে অন্যান্য অনেক ছোট বড় জাতিগোষ্ঠীর জনসংখ্যারও অবদান রয়েছে। রাশিয়ার মোট জনসংখ্যার মধ্যে প্রায় ১৯৫টি ভিন্ন জাতিগোষ্ঠীর বাস কওরে। যার মধ্যে রুশ জাতিগোষ্ঠীই সবচেয়ে বড়, যা রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৮১%।
আরও পড়ূনঃ সেরা ১৫ টি দ্রুত ওজন কমানোর উপায় জেনে নিন…
রাশিয়া বাংলাদেশ থেকে কত গুণ বড় ?

আয়তনের দিক থেকে রাশিয়া বাংলাদেশ থেকে প্রায় ১১৮ গুণ বড়! বাংলাদেশের মোট আয়তন প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার (কিছুটা বেশিও হতে পারে অন্যান্য তথ্যসূত্রে), যেখানে রাশিয়ার আয়তন প্রায় ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ২৪২ বর্গকিলোমিটার। ভৌগোলিকভাবে রাশিয়া এত বড় হওয়ায় রাশিয়ার জলবায়ু, প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যে ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়, যা বাংলাদেশে তুলনামূলকভাবে রাশিয়ার চেয়ে অনেক কম। তাছাড়া, রাশিয়ায় একসঙ্গে ১১টি টাইম রয়েছে, যেখানে বাংলাদেশ একটি মাত্র টাইম জোনের অন্তর্ভুক্ত। তবে রাশিয়া বাংলাদেশ থেকে প্রায় ১১৮ গুণ বড় হলেও জনসংখ্যায় কিন্তু এগিয়ে বাংলাদেশই! জনসংখ্যার বিশালতায় বাংলাদেশ পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ, এর ঠিক পরেই আছে রাশিয়ার অবস্থান। তাই আয়তনে ছোট হলে কি হবে, জনসংখ্যায় কিন্তু আমাদের বাংলাদেশ পৃথিবীর অনেক বিশাল বিশাল দেশের চেয়েও অনেকগুণ বড়।
শেষ কথা
জ্ঞানী বাবা!’র আজকের আর্টিকেলটি থেকে আশা করি পাঠক জানতে পেরেছেন রাশিয়ার আয়তন কত ?, রাশিয়ার প্রদেশ কয়টি ? রাশিইয়া বাংলাদেশ থেকে কতগুণ বড় ? এসকল প্রশ্নের বিস্তারিত উত্তর। জ্ঞানী বাবা!’র আজকের আর্টিকেলটি ভাল লেগে থাকলে অনুরোধ করব পরিচিতদের সাথে শেয়ার করতে। আর আপনার যেকোনো অভিযোগ, অনুযোগ, মন্তব্য কিংবা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে তা জানাতে ভুলবেন না কিন্তু!!!
আরও পড়ূনঃ সেরা ১০ টি দ্রুত হাই প্রেসার কমানোর উপায়